কারিগরি  শাখা
26 Jun

কারিগরি শাখা

  • 423

প্রবাদ আছে
কারিগরির  শিক্ষা পেলে,
বিশ্ব জুড়ে  কর্ম মিলে।
অত্র প্রতিষ্ঠানের কারিগরি শাখাটি ২ ফেব্রুয়ারী ২০২২ সালে সরকারিভাবে অনুমোদন পায়।
প্রথমে তিনটি ট্রেডের অনুমোদন পাওয়া যায়।
               ক) সিভিল ইন্জনিয়ারিং এন্ড সেফটি
                খ) আইটি সাপোর্ট ও আইওটি বেসিকস
                গ) পেশেন্ট কেয়ার টেকনিক
জেনারেল বিষয়গুলোর পড়ালেখার পাশাপাশি কম্পিউটার বিষয়ে ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে যার ফলে তারা দ্রুত সময়ের মধ্যে নিজে স্বাবলম্বী হতে কম্পিউটার এ্যপলিকেশনের কাজ শিখে ফেলেছে এবং দেশের উন্নয়নেও অবদান রাখতে পারবে।
কলেজের অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রতিষ্ঠানের সভাপতি মহোদয়ের সদয় সম্মতিক্রমে এ ধরনের  একটি কারিগরি শাখা এখানে  চালু করা সম্ভব হয়েছে।  ছাত্র-ছাত্রীদের জন্য সরকার উপবৃত্তি  দিতে প্রস্তত। বোর্ড কর্তৃপক্ষ এখানে পরীক্ষার কেন্দ্র ও দিতে চেয়েছেন।


যদি দেশের উন্নয়ন চাই
কারিগরি শিক্ষার বিকল্প নাই