Discipline policy
ছাত্র–ছাত্রীদের জন্য অবশ্য করণীয় বিষয় সমূহ
১. যথাসময়ে (ডায়েরিতে উলেস্নখিত শীতকালীন ও গ্রীষ্মকালীন সময় সূচি অনুযায়ী) প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া এবং প্রত্যাহিক সমাবেশ/ফরম মিটিং–এ অংশগ্রহণ করা। ২. যথাযথ ইউনিফরম পরিধান করে প্রতিষ্ঠানে আসা (নির্ধারিত জুতা, মোজা , বেল্ট,ব্যাজ, নেমপ্লেট , আইডি কার্ড ইত্যাদি ও ইউনিফরমের অংশ) পরিষ্কার ও ইস্ত্রি করা পোশাক পরিধান করা এবং শার্ট ইন করে পরা। শীতকালে ছাত্ররা অবশ্যই টাই পরবে। ৩. ছুটর পর অকারণে ক্যাম্পাসে অবস্থান না করা বা অযথা ঘোরাঘুরি না করা । ৪. লেইজার পিরিয়ডে এবং টিফিন পিরিয়ডে যত্রতত্র বিশৃঙ্খলভাবে বিচরণ না করা । ৫. শ্রেণীকক্ষে অবস্থানকালে লেখাপড়ায় মনোযোগী হওয়া , ক্লাসে কাজ ও বাড়ির কাজ যথাযথ সম্পন্নকরা এবং তা সংশ্লিষ্ট বিষয় শিক্ষকে দেখানো। দুই পিরিয়ডের মধ্যবর্তী সময়ে নিজ নিজ আসনে অবস্থান করা । ৬. কমপক্ষে একটি এবং সর্বাধিক তিনটি সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও খেলাধূলা অবশ্যই জড়িত থাকা এবং নিয়মিত অংশগ্রহন করা। ৭.রুটিনমাফিক সকল তাত্বীয় ও ব্যবহারিক ক্লাসে উপস্থিত থাকা। ৮. প্রতিষ্ঠান কতৃপক্ষ কর্তৃক নির্ধারিত সকল পরীক্ষায় অংশগ্রহণ করা। ৯. ছুটি ভোগ করার পূর্বে আবেদনপত্রের মাধ্যমে তা অনুমোদন করিয়ে নেয়া। আকস্মিক অসুস্থতা / সংগত কারণে তিন দিনের অধিক ভোগ করলে সে ক্ষেত্রে উপস্থিতির দিন অভিভাবক কর্তৃক আবেদনপত্র দাখিল করতে হবে। প্রতিষ্ঠানে আসার পর ছুটির প্রয়োজন হলে অবশ্যই অভিভাবকের স্বাক্ষরসহ শ্রেণী শিক্ষকের মাধ্যমে দাখিল করতে হবে। ১০. নতুন র্ভতি হওয়া শিক্ষার্থীদের ক্লাশ শুরুর ৭ দিনের মধ্যে ইউনিফর্ম তৈরী করতে হবে। ১১. চুল , দাঁত ও নখ বিশেষভাবে পরিষ্কার রাখা। নিয়মিত গোসল করা এবং শারীরিক দূর্গন্ধ এড়ানোর ব্যাপারে সতর্ক থাকা। ১২. ছাত্রদের চুল ছোট রাখা (চুলের দৈর্ঘ্য এক ইঞ্চির বেশি হবে না এবং তা কানের পাতা স্পর্শ করবে না , চিপ ছোট হবে । ১৩. লাইব্রেরি ক্লাশে উপস্থিত থাকা এবং অবসরমতো লাইব্রেরি ওয়ার্ক পুস্তক লেন দেন করা । ১৪. শ্রেণীকক্ষ এবং ক্যাম্পাসে সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করা । ১৫. অভিভাবক দিবসে নিজ অভিভাবকের উপস্থিত নিশ্চিত করা এবং প্রয়োজনবোধে শ্রেণী শিক্ষক/উপাধ্যক্ষ/অধ্যক্ষের সাথে অভিভাবকের যোগাযোগে সহযোগীতা করা। ১৬. শ্রেণীশিক্ষক/ বিষয় শিক্ষক ডায়রিতে মন্তব্য করলে তা অবশ্যই অভিভাবক অবহিত করে পুনরায় সংশ্লিষ্ঠ শ্রেণীশিক্ষক/বিষয় শিক্ষককে দেখানো । ১৭. সিনিয়ার ছাত্র–ছাত্রীরা জুনিয়ার ছাত্র–ছাত্রীদের সাথে ও জুনিয়ার ছাত্র–ছাত্রীরা সিনিয়ার ছাত্র–ছাত্রীদের সাথে ভাইবোনের মতো প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ করবে। এবং সর্বদা সত্য কথা বলবে। ১৮. প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব /আদেশ পালন করা। ১৯. কারও বাগদত্তা হলে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সঙ্গে সঙ্গে তা কতৃপক্ষকে জানাতে হবে। |
ছাত্র–ছাত্রীদের জন্য অবশ্য বর্জনীয় বিষয়সমূহ
১. দেরি করে প্রতিষ্ঠানে / ক্লাশে উপস্থিত হওয়া এবং ফরম মিটিং/ প্রত্যহিক সমাবেশে অংশগ্রহণ না করা। ২. প্রতিষ্ঠানে /ক্লাশে ইউনিফরম পরিধানে কোন অনিয়ম করা। মিথ্যা কথা বলা। ৩. পূর্ব অনুমতি ছাড়াই ক্লাশে অনুপস্থিত থাকা এবং ছুটির পূর্বে বিনা অনুমতিতে প্রতিষ্ঠান ত্যাগ করা । ৪. ছেলেদের চুল এক ইঞ্চি অপেক্ষা বড় রাখা কিংবা মাথা ন্যাড়া করা (অসুস্থ বা ধর্মীয় কারণ ব্যতীত ) ৫. মেয়েদের চুল খোলা রাখা , চুলে পাম্প করা বা কোনো প্রকার রঙ করা। চোখের রঙ পরিবর্তনের জন্য কসমেটিক লেন্স ব্যবহার করা। ৬. কোন প্রকার অলংকার ( ফ্রেন্ডশীপ ব্যান্ড, মাথায় আকর্ষণীয়/ রঙচঙ্গে ক্লিপ বা ব্যান্ড, মল বা নূপুর ঝুলন্ত দুল আংটি ইত্যেদি ) ব্যবহার করা। ৭. নখ বড় রাখা , নেইল পালিশ এবং হাতের ওপর মেহেদি দেয়া লিপস্টিক, রুজ বা এ ধরণের কোনো প্রকার প্রসাধনী ব্যবহার করা ( কেবল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা এ ব্যপারে অনুমতি পেতে পারে। ) ৮. বড় আকৃতির এবং মিউজিক্যাল হাতঘড়ি ব্যবহার করা। বেমানান/চওড়া আকৃতির বেল্ট পরিধন করা। ৯. মোবাইল ফোন, সিম কার্ড,মেমোরি কার্ড , মডেম, পেন ড্রাইভ , এমপি থ্রি /এমপি ফোর , ক্যাসেট , সিডি, লেজার লাইটার , ক্যামেরা, রঙিন সানগ্লাস , অপাঠ্য বই, গাইড বই, ক্রিকেট ব্যাট, টেনিস বল, হকিস্টিক, ব্যাডমিন্ট র্যাকেট, খেলনাজাতিয় কোন কিছু সঙ্গে রাখা বা ব্যবহার করা। ১০. মোজা ছাড়া জুতা পরা, গেঞ্জিবিহীন শার্ট পরিধান করা , মাথায় ক্যাপ পরা। ১১. ক্যান্টিনের বাইরের দোকান বা ফেরিওয়ালার নিকট থেকে টিফিন দ্রব্যাদি ক্রয় করা এবং খাবার জিনিস যত্রতত্র হেঁটে হেঁটে খাওয়া, শ্রেণীকক্ষে চুইংগাম চিবানো । ১২. যে কোনো পরীক্ষায় কোনো প্রকার অসদুপায় অবলম্বন করা । ১৩. লাইব্রেরিতে বইয়ের পাতা কিংবা পত্রপত্রিকার অংশবিশেষ কেটে ফেলা বা বইয়ের পাতায় বা পত্র পত্রিকায় অশালীন/অশোভন কিছু লেখা। ১৪. প্রতিষ্ঠানের যে কোন জিনিস এবং সহপাটিদের কোনো কিছু তাকে না জানিয়ে নেয়া, প্রতিষ্ঠানের সম্পদ বা সহপাঠীর কোনকিছু নষ্ঠ করা । ১৫. ক্যাম্পাসের ভেতরে বা বাইরে ধুমপান করা, পান খাওয়া বা এ ধরনের কোনো নেশা জাতীয় অনাকাক্ষিত দ্রব্য গ্রহণ করা বা সঙ্গে রাখা । ১৬. ডেস্ক, ব্লাকবোর্ড/হোয়াইটবোর্ড, দেয়াল,টয়লেট ইত্যেদিতে আজে বাজে বা আপত্তিকর কোনোকিছু লোখা এবং পায়ের ছাপ দেয়া। ১৭. প্রতিষ্ঠানের ক্যান্টিনে ও গার্ডিয়ান শেডে , ক্যান্টিনের ভেতরের অংশে ক্লাশ চলাকালীন বা অন্য সময় আড্ডা দেয়া।(গার্ডিয়ান শেড ছাত্র–ছাত্রীদের আওতা বহির্ভুত এলাকা । ১৮. ছাত্র–ছাত্রীর মধ্যে কথাবার্ত , কোনো প্রকার চিঠিপত্র বা চিরকুট বিনিময়, ক্লাশ পলিয়ে গল্পগুজব করা। ছাত্রীদের কেনাকাটার সময় ক্যান্টিনের আশে পাশে ছেলেদের ঘোরাফেরা করা, প্রতিষ্ঠানে অধ্যয়নকালে ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি করা অথবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া , সেটা গোপন অথবা প্রকাশ্য যা–ই হোক না কেন। ১৯. ক্লাশের বাইরে , কমনরুমে বা খেলার মাঠে সিনিয়র ছাত্র–ছাত্রীদের সাথে, যে কোনো শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের সাথে খারাপ আচরণ করা । ২০. প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত যে কোনো আদেশ–নিষেধ অমান্য করা।
|