Code of Conduct for Students
সাধারণ নিয়মাবলী (শিক্ষথীদের জন্য)
১. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রতিদিন শ্রেণীকক্ষে এই ডায়েরি অবশ্যই আনতে হবে।
২. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আইডি কার্ড ব্যবহার করতে হবে ।আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে ।
৩. প্রত্যেক ছাত্র ছাত্রীকে সোল্ডার এ্যাপ্রলেট ব্যবহার করতে হবে।
৪. ছাত্রদের কোমরে কালো প্লেইন বেল্ট ব্যবহার করতে হবে।
৫. ছাত্রীদের কোন প্রকার অলংকার এবং ফ্যাশানাবল চেলের সামগ্রী ব্যবহার নিষিদ্ধ।
৬. ছাত্রদের জন্য মানানসই ছোট চুল রাখতে হবে। ছাত্রীরা চুল দুই বণী /ঝুটি করবে।
৭.ছাত্র-ছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্নাতার প্রতি যত্নবান হতে হবে; যেমন পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখা , হাত পায়ের নখ কাটা, দাত পরিষ্কার রাখা ইত্যেদি।
৮. ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি কার্যদিবসে যথাসময়ে সমাবেশ / ফরমিটিং-এ হাজির হওয়া বাধ্যতামূলক।
৯. প্রত্যেক ছাত্র-ছাত্রীর পরিচয় পত্র প্রতিষ্ঠান অফিস থেকে নির্দিষ্ঠ ফি দিয়ে সংগ্রহ করতে হবে।
১০. প্রতিষ্ঠার ছাত্র-ছাত্রীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করেতে পারবে না।
১১. নামাজ পড়া মুসলমান ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক।
১২. প্রতিষ্ঠানের সম্পদের কোনরূপে ক্ষতি সাধন করা যাবে না।
১৩. দেওয়াল দরজা , জানালায় কোন কিছু অংকন করা/লিখা নিষেধ।
১৪. প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সাথে অশোভন আচরণ করা যাবে না।
১৫. সঠিক সময়ে বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে।
১৬. শ্রেণীর কার্যসূচী অনুযায়ী বই খাতাসহ প্রয়োজনীয় উপকরণাদি সঙ্গে নিয়ে আসতে হবে ।
১৭. ক্লাসে গল্পের বই/ পত্রিকা / খেলার সামগ্রী / ক্যামেরা ও ওয়াকম্যান নিয়ে আসা যাবে না।
১৮. প্রতিষ্ঠানে আসার পর ক্লাশ ছুটি না হওয়া পর্যন্ত কোন ছাত্র-ছাত্রী অনুমতি ব্যাতীত প্রতিষ্ঠানে অঙ্গন ত্যাগ করতে পারবে না । ক্লাশ ছুটির পর ছাত্র-ছাত্রীরা সরাসরি গৃহে প্রত্যবর্তন করবে।
১৯. ডায়েরিতে শিক্ষক শিক্ষিকা কতৃক লিখিত মন্তব্য অবশ্যই অভিভাবককে দেখাতে হবে।
২০. শ্রেণীকক্ষে বিষয় শিক্ষক / শ্রেণী শিক্ষকের উপস্থিতে পরীক্ষার উত্তর পত্র দেখানো হবে। আগ্রহী অভিভাবকগণ ইচ্ছা করলে নির্দিষ্ঠ দিনে প্রতিষ্ঠানে এসে তা দেখতে পারবে।
২১. অভিভাবকগণ কোনো বিশেষ প্রয়োজনে সন্তানের / শিক্ষক শিক্ষিকার সাথে সাক্ষাৎ করতে চাইলে পিয়ন মারফৎ সন্তানকে / শিক্ষক-শিক্ষিকাকে সংবাদ প্রদান করা যাবে। কিন্তু অভিভাবকগণের সরাসরি শ্রেণীকক্ষে প্রবেশ কিংবা প্রতিষ্ঠানে বারান্দায় হাটা-চলা করা যাবে না।
২২. অভিভাবকগণকে পরিচয় পত্র দেয়া হবে। যা প্রতিষ্ঠান ক্যাম্পাসে প্রবেশ করার সময় ব্যবহৃত হবে।
২৩. ছাত্র-ছাত্রীদের অনুপস্থিত প্রসঙ্গে
(ক) অধ্যক্ষের পূর্বানুমতি ব্যতীত কোন ছাত্র-ছাত্রী শ্রেণীতে অনুপস্থিত থাকতে পারবে না।
(খ) অনুমতি ব্যতীত অনুপস্থিতর জন্য প্রতিদিন স্কুল শাখায় এবং কলেজ শাখায় ৫০.০০ (পঞ্চাশ) টাকা জরিমানা প্রদান করতে হবে।
(গ) ক্রমাগত তিন দিনের অধিক বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে উল্লেখিত জরিমানাসহ উক্ত ছাত্র-ছাত্রীকে শৃঙ্খলা ভঙ্গেও কারণে অধ্যক্ষ কতৃক সতর্ক পত্র দেয়া হবে। এ ধরণের সতর্ক পত্র বছরে তিনটির অধিক প্রদান করা হলে উক্ত ছাত্র-ছাত্রীকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হবে।
(ঘ) কোন ছাত্র-ছাত্রীকে অসুস্থার কারণে অনুপস্থিত থাকতে হলে তাৎক্ষণিক ভাবে লিখিত দরখাস্তের মাধ্যমে অধ্যক্ষকে অবগত করে ছুটির আবেদন করতে হবে।
(ঙ) কোনো ছাত্র-ছাত্রী প্রতি পর্বের মোট কার্যদিকসের ৯০% ক্লাসে উপস্থিত থাকলে ঐ পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে কতৃপক্ষের বিশেষ অনুমতির প্রয়োজন হবে ।
(চ) অনুমতি নিয়ে কোন ছাত্র-ছাত্রী শ্রেণীতে অনুপস্থিত থাকলে তা ছুটি হিসেবে গণ্য হবে এবং এক্ষেত্রে দিনগুলি ১০% হিসেবে গন্য হবে না।
২৫. ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, গুরম্নজনকে ভক্তি শ্রদ্ধা প্রদর্শন , সদা সত্য কথা বলা, অসৎসঙ্গ পরিহার , সৎ সঙ্গে বসবাসেই একজন চরিত্রবান আদর্শ শির্থীর প্রধান বৈশিষ্ঠ্য।